উজিরপুরে ৮ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

উজিরপুরে ৮ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন বন্দরে তদারকিমূলক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ক্লিনিকসহ প্রাথমিক পর্যায়ে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগিয় টিম প্রধান অপূর্ব অধিকারী, উপ-পরিচালক ও সহকারী পরিচালক সুমী রানী মিত্র, সুফিয়া সুলতানা তাদের পক্ষ থেকে জানান যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিবের অর্পিত ক্ষমতা বলে এবং জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালনা করা হয়।

নানা অনিয়মের অভিযোগে ৮টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ জরিমানা করা হয়েছে। এরমধ্যে উপজেলার হারতায় অতি পুরাতন বন্দরের ভাই ভাই হোটেলে খাবারের তালিকা প্রস্তুুত না থাকায় ১ হাজার টাকা ও গ্রামীণ কল্যান স্বাস্থ্য কেন্দ্র নিয়মিত অপরিচ্ছন্নতা ও রিয়াজেন্টার ফাঁকা বোতল ২৭ দিন মেয়াদ উত্তির্ন হওয়ার নগদ ৫ হাজার টাকা, সুমাইয়া ফার্মেসীতে ১ হাজার টাকা, হাসান স্টোর ৫ হাজার টাকা,মনি মুক্তা স্টোর ১ হাজার টাকা, লোকমান স্টোরে ৩ হাজার টাকা, রফিক স্টোরে ৩ হাজার টাকাসহ সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়াও ভোক্তা অধিকার আইন পরিচালনা টিমের উপস্থিতি টের পেয়ে ফার্মেসী ও ক্লিনিকের অসাধু ব্যবসায়ীরা প্রতিষ্ঠানগুলোতে তালাবদ্ধ করে পালিয়ে যায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।