আগৈলঝাড়ায় গৃহবধুর মৃত্যু নিয়ে ধুম্রজাল; ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের চেষ্টা

আগৈলঝাড়ায় গৃহবধুর মৃত্যু নিয়ে ধুম্রজাল; ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের চেষ্টা

বরিশালের আগৈলঝাড়ায় দুই সন্তানের জননী গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। থানায় মামলা দায়েরের পরে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা গ্রামের মুজিবুর হাওলাদারের মেয়ে ও বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের জাফর পাইকের স্ত্রী দুই সন্তানের জননী ফাতেমা বেগম (২৫) এর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। ফাতেমার মৃতদেহ নিয়ে শ^শুর বাড়ির লোকজন রোববার দুপুরে প্রথমে পয়সারহাট উপস্বাস্থ্য কেন্দ্রে নিলে সেখানকার চিকিৎসক চৈতন্য ফাতেমাকে মৃত ঘোষণা করার পরে ফাতেমার লাশ নিয়ে পরে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বজনেরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অংকুর কর্মকার ফাতেমাকে মৃত ঘোষণা করেন। ফাতেমার শশুর পরিবারের দাবি নিজের ঘরেই তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।  

খবর পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ এর নির্দেশে থানার উপপরিদর্শক মিল্টন মন্ডল হাসপাতাল থেকে ফাতেমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফাতেমার মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হওয়ায় রোববার সন্ধ্যার পরে থানায় দুই পক্ষের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের চেষ্টায় আপোষ মিমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। 

এ ঘটনায় ফাতেমার বাবা মজিবুর রহমান হাওলাদার বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।  সোমবার সকালে ফাতেমার লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ জানান, ফাতেমার গলায় দাগ পাওয়া গেছে। ফাতেমার মৃত্যুর বিষয়টি রহস্যজনক হওয়ায় তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।