আগৈলঝাড়ায় এসপি মার্কেটের উদ্বোধন

আগৈলঝাড়ায় এসপি মার্কেটের উদ্বোধন

বরিশালের আগৈলঝাড়া থানার নিজস্ব সম্পত্তিতে এসপি মার্কেট এর শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা পুলিশ সুপারের তত্বাবধানে আগৈলঝাড়া-নগড়বাড়ি-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কে থানার সামনে নবনির্মিত এই মার্কেট আজ বিকেলে আগৈলঝাড়া থানা পরিদর্শক মো. গোলাম ছরোয়ারের সভাপতিত্বে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম) প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্তি পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন পিপিএম (প্রশাসন ও অর্থ) এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা কমিউনটি পুলিশিং এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল বেরুণী, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন আলী আজম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া।
পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার এর ঐকান্তিক প্রচেষ্টা ও সার্বিক ব্যবস্থাপনায় নির্মিত এসপি মার্কেট সম্পর্কে ওসি জানান, থানার অব্যবহৃত জায়গায় জেলা পুলিশসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মতি ও পরামর্শে স্থানীয় ব্যবসায়ীদের আরও ব্যাপক পরিসরে ব্যবসা-বানিজ্যর আশা আকাংখা প্রকাশের কারণে দ্বিতল ফাউন্ডেশনের একতলা সম্পন্ন এই মার্কেট নির্মাণ করা হয়েছে।

মার্কেটে ২৫ফিট বাই ১২ফিট আয়তনের ৩৮টি দোকান নির্মাণ করা হয়েছে। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিজাইনের সকল সুবিধা সম্বলিত এই মার্কেটে পাঁচ লাখ টাকা জামানত গ্রহন করে পাঁচ বছরের চুক্তি মেয়াদে মাসিক তিন হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ভাড়ার মধ্যে এক হাজার টাকা নগদ প্রদান এবং বাকী দুই হাজার টাকা জামানত থেকে কর্তণের ব্যবস্থা রাখা হয়েছে।

মার্কেট উদ্বোধনের আগে বিকেলে আগৈলঝাড়া ও গৌরনদী মডেল থানার যৌথ উদ্যোগে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে বিট পুলিশিং সমাবেশ ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পরে সন্ধ্যায় শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে বিভিন্ন শিল্পীর সমন্বয়ে মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানা পরিদর্শক মো. আফজাল হোসেন, আগৈলঝড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, নারী নেত্রী এলিনা জাহিন পুতুল, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু প্রমুখ।