ফতুল্লায় আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের চালকসহ নিহত ২

ফতুল্লায় আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের চালকসহ নিহত ২

নারায়ণগঞ্জে গার্মেন্টস কারখানার আগুন নেভাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন।

পুলিশ জানিয়েছে, সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের মন্ডলপাড়া থেকে ফতুল্লার বিসিকের দিকে যাচ্ছিল ফায়ার সার্ভিসের গাড়িটি। চাষাড়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেট কারসহ ৩-৪ অটোরিক্সাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই স্ট্রোকে মারা যান ফায়ার সার্ভিসের গাড়ির চালক জাহাঙ্গীর হোসেন। এছাড়া, গাড়ির নিচে চাপা পড়ে মারা যান এক পথচারীও। তার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তাদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে ফকির এপারেলস নামে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। আর বেলা ১১টার দিকে তা নিয়ন্ত্রণে আসে। এ সময় কারখানার ২০ জন কর্মী আহত হয়েছেন। তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া সদর হাসপাতালে নেয়া হয়েছে।