মুন্সিগঞ্জের ঢালিস অ্যাম্বার রিসোর্ট পরিদর্শনে ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার নাঈমুল হক
বি এম মনির হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ বাংলাদেশের ঢাকা রিজিয়ন পুলিশ সুপার মোঃ নাঈমুল হক পিপিএম এবং টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ঢাকার সন্নিকটে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ইসাপুরা এলাকার "ঢালি'স অ্যাম্বার নিবাস রিসোর্ট" পরিদর্শন করেন। ঢালিস অ্যাম্বার নিবাস রিসোর্টের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ সাইফুল ইসলাম এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ফখরুল ইসলাম এ সময় তাকে স্বাগত জানান এবং তাকে পুরো রিসোর্ট টির নিরাপত্তা বিষয়াদি ব্যাখ্যা করেন এবং ঘুরে দেখান। মোঃ নাইমুল হক পিপিএম পুলিশ সুপার, ঢাকা রিজিয়ন, টুরিস্ট পুলিশ বাংলাদেশ এ সময় তাদের দর্শনার্থী এবং পর্যটকদের বিভিন্ন সেফটি সিকিউরিটি নিশ্চিত সহ পর্যটন বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে পুরো রিসোর্টের সিকিউরিটি সিস্টেম, সিসিটিভি, ফায়ার ফাইটিং সিস্টেম, রিসোর্ট কর্মচারীদের প্রশিক্ষণ, সুইমিং পুল, কিডস জোন এবং জিমনেসিয়ামের নিরাপত্তা সামগ্রী সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে পর্যটক এবং দর্শনার্থীদের পুলিশি সহায়তা নিশ্চিত করার জন্য পুলিশ সুপার মহোদয় উক্ত রিসোর্টের রিসেপশনে দ্রুত টুরিস্ট পুলিশ সহায়তা প্রাপ্তির জন্য টুরিস্ট পুলিশের গুরুত্বপূর্ণ নাম্বার এবং হট লাইন নাম্বার সহ একটি কাট আউট, এক্স ব্যানার এবং ডেস্ক ইনফরমেশন প্রদান করেন।