স্পেনে প্রবল বন্যা, রাজধানীসহ ৪ এলাকায় জরুরি অবস্থা জারি
মৌসুমী ঝড় ‘ডানা’র প্রভাবে প্রবল বন্যার মুখোমুখি স্পেন। রাজধানী মাদ্রিদসহ চারটি এলাকায় জারি করা হয়েছে জরুরি সতর্কতা। খবর রয়টার্সের।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। রাজধানীতে স্থগিত করা হয়েছে গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ। স্থবির হয়ে পড়েছে জনজীবন ও ব্যস্ত কর্মস্থল। অস্বাভাবিক বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে শহরবাসীকে বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন মাদ্রিদের মেয়র।
তাছাড়া সাদিজ, তারাগোনা ও কাস্তেলো শহরেও জারি রয়েছে জরুরি সতর্কতা। এসব এলাকায় বন্যার পাশাপাশি হচ্ছে ভূমিধসও। যে কারণে কাঁদামাটিতে আটকে গেছে বহু যানবাহন। পরিস্থিতি মোকাবেলায় জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া অন্যান্য গাড়ি রাস্তায় নিষিদ্ধ করেছে প্রশাসন। ট্রেন চলাচলও স্থগিত।