আমিরাতে গোল্ডেন ভিসায় নতুন ফি ঘোষণা
সংযুক্ত আরব আমিরাতে ১০ বছরের আবাসিক আবেদনের নতুন ফি ঘোষণা করা হয়েছে। ১০ বছর মেয়াদী এন্ট্রি ভিসাকে বলা হয় গোল্ডেন ভিসা। এ জন্য যারা আবেদন করবেন তাদের জন্য নতুন ফি ধার্য্য হয়েছে। আরব দৈনিক আল খালিজে প্রকাশিত এক রিপোর্টকে উদ্ধৃত করে খালিজ টাইমস বলেছে, ৬ মাসের এন্ট্রি ভিসার জন্য পুনর্নির্ধারিত ফি ধরা হয়েছে ১২৫০ দিরহাম।
এর মধ্যে ভিসা ইস্যু ফি ১০০০ দিরহাম, আবেদন ফি ১০০ দিরহাম, স্মার্ট সার্ভিস ১০০ দিরহাম, ইলেকট্রনিক সার্ভিসে ২৮ দিরহাম এবং আইসপি চার্জ হিসেবে ধরা হয়েছে ২২ দিরহাম। ৬ মাস মেয়াদের জন্য আবেদন করতে বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে। তার মধ্যে আছে পাসপোর্ট।
একটি শনাক্তকরণের জন্য রঙিন ছবি, গোল্ডেন ভিসা পাওয়ার বৈধতার প্রমাণ। দীর্ঘমেয়াদে যাদেরকে সংযুক্ত আরব আমিরাতে আবাসিক অনুমোদন দেয়া হয় তার মধ্যে আছেন বিনিয়োগকারী, উদ্যোক্তা, শীর্ষ মেধাবী, পণ্ডিতজন, বিশেষজ্ঞ, হাইস্কুলে বিস্ময়কর ফল করা গ্রাজুয়েট, এক্রিডেটেড ইউনিভার্সিটির গ্রাজুয়েট এবং ফ্রন্টলাইনের হিরোরা।