গাজা থেকে ফিলিস্তিনিদের ‘জোরপূর্বক বাস্তুচ্যুত’ করার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান কাতারের

গাজা থেকে ফিলিস্তিনিদের ‘জোরপূর্বক বাস্তুচ্যুত’ করার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান কাতারের

গাজা থেকে ফিলিস্তিনিদের "জোরপূর্বক বাস্তুচ্যুত" করার প্রচেষ্টাকে উপসাগরীয় রাষ্ট্র প্রত্যাখ্যান করে। বলেছেন উপসাগরীয় রাষ্ট্র কাতার।

শনিবার  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক রিপোর্ট শেয়ার করে এ তথ্য জানিয়েছে।

এর আগে যদিও কাতার ইসরায়েলে হামাসর হামলার বিষয়ে বিবৃতি দেয়। তারা এই হামলাকে সন্ত্রাসী হামলা আখ্যায়িত করে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দেয়। যদিও ইসরায়েলি বর্বর হামলার বিষয়ে কোন বিবৃতি দেয়নি উপসাগরীয় এই দেশটি।

তবে এবার গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে বিবৃতি দিলো কাতার।

গতকাল উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার আল্টিমেটাম দিয়ে একটি নোটিশ জারি করে দখলদার ইসরায়েল। যদিও হামাস গাজাবাসীদের বাড়িতে থাকতে বলেছিলো। তবে জাতিসংঘ বলছে, এরই মধ্যে প্রায় ৪ লাখ ফিলিস্তিনি ওই অঞ্চল ছেড়ে চলে গেছে।

উল্লেখ্য, এদিকে, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ২ হাজার ২১৫ জন নিহত হয়েছেন। শনিবার এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৭২৪ শিশু ও ৪৫৮ জন নারী রয়েছে। আহত হয়েছে ৮ হাজার ৭১৪ জন।

এক দিনেই ৩২৪ জন নিহত হয়েছে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আহত হয়েছেন ১ হাজারের বেশি।