স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর

নীলফামারীর জলঢাকা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাজিদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার পূর্ব বালাগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সোমবার (১৩ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘরের বৈদ্যুতিক তারে ছিদ্র ছিল। তা ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হন মাজিদুলের স্ত্রী মমতা বেগম। এ সময় তিনি স্বামীকে ডাকেন। মাজিদুল এসে তার শরীরে হাত দেওয়া মাত্র ঘটনাস্থলেই মাজিদুল নিহত হন। পরে স্থানীয়রা মমতাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আহম্মেদ হোসেন ভেন্ডার জানান, সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। মাজিদুলের স্ত্রী হাসপাতালে ভর্তি আছেন।