চুরির দৃশ্য দেখে ফেলায় পুলিশ সদস্যকে শ্বাসরোধে হত্যা
নিজঘরে চুরি করা দেখে ফেলায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গলায় গামছা পেঁচিয়ে মোয়াজ্জেম হোসেন (৫৮) নামে এক পুলিশ সদস্যকে হত্যার দুই সপ্তাহ পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) সিরাজগঞ্জের আদালতে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তারা। শনিবার (১১ মার্চ) রাতে উল্লাপাড়া পৌর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়া পৌর সদরের কাওয়াক দক্ষিণপাড়া গ্রামের ওমর ফারুক ও জাহিদুল ইসলাম জাহিদ।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা ওই পুলিশ কনস্টেবলের ঘরে চুরি করতে ঢোকেন। এ সময় তাদের দেখে ফেলায় তারা মোয়াজ্জেম হোসেনকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরে এ ঘটনায় গত শনিবার রাতে পৌর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সিরাজগঞ্জের আদালতে প্রেরণ করা হলে ওমর ফারুক আদালতে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রামের নিজ ঘরের শয়ন কক্ষ থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় পুলিশ কনস্টেবল মোয়াজ্জেম হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোয়াজ্জেম হোসেন নবগ্রাম এলাকার মৃত জেকাত সরকারের ছেলে। তিনি উল্লাপাড়া থানায় কর্মরত ছিলেন এবং দুই মাস পর পিআরএলে যাওয়ার কথা ছিল।