চলন্ত গাড়িতে দলবদ্ধ ধর্ষণ; গ্রেপ্তার ২

চলন্ত গাড়িতে দলবদ্ধ ধর্ষণ; গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরায় চলন্ত প্রাইভেটকারে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হল- নাজমুল হাসান সিজান (২৫) ও আবু রায়হান (২২)

ওসি বলেন, সোমবার রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভুক্তভোগী তরুণী একটি বিউটি পার্লারে চাকরি করেন। আর গ্রেপ্তার দুইজনই পেশায় গাড়িচালক।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, রোববার ভুক্তভোগী তরুণী তার এক বন্ধুর সঙ্গে উত্তরা ৭ নং সেক্টরের একটি ভবনে যান। সেখানে তাদের দুইজনকে আটকে রেখে সিজান ও রায়হান তাদের আরও দুই বন্ধু টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে তাদের অভিভাবককে জানাবে বলে ভয় দেখানো হয়।

তিনি আরও বলেন, এরপর তরুণীর বন্ধু টাকা আনতে সেখান থেকে চলে গেলে সিজান, রায়হান এবং তাদের বন্ধুরা মিলে তরুণীকে একটি প্রাইভেটকারে তুলে বিভিন্ন স্থানে ঘুরতে থাকে। পরে চলন্ত প্রাইভেটকারে চারজন মিলে দলবদ্ধ ধর্ষণ করে ওই তরুণীকে উত্তরা পশ্চিম থানা এলাকায় নামিয়ে দেয়।

এ ঘটনায় মামলা দায়ের হলে সোমবার রাতে অভিযান চালিয়ে সিজান ও রায়হানকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলেও জানান ওসি।