মসজিদের টিউবওয়েল চুরি করতে গিয়ে যুবক আটক

মসজিদের টিউবওয়েল চুরি করতে গিয়ে যুবক আটক

রংপুরের মিঠাপুকুর উপজেলার মসজিদের টিউবওয়েল চুরি করার সময় চোর সিন্ডিকেটের এক সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। এসময় সুযোগ বুঝে পালিয়ে গেছে সিন্ডিকেটের আরও ২ জন সদস্য।

সোমবার (৩ এপ্রিল) দিবাগত মধ্যরাত সাড়ে ১ টার দিকে উপজেলার রানীপুকুর ইউনিয়নের মোলংহাট এলাকার সেফাতুন নেছা হাফেজিয়া মাদরাসার টিউবওয়েলের হাতল চুরি করার সময় তাকে আটক করে স্থানীয়রা। আটক চোর সিন্ডিকেটের সদস্যের নাম মনির মিয়া (২৮)। সে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বেলবাড়ি এলাকার আব্দুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান মাসে তারাবীহ নামাজ শেষে অনেকেই বিশ্রামে থাকেন। সেই সুযোগে সিন্ডিকেটের সদস্যরা একটি অটো যোগে উপজেলার মোলংহাট এলাকায় আসেন। তারা প্রথমে জায়গীর বাসস্ট্যান্ড টু রানীপুকুর রাস্তার পাশে জকির জুমার টিউবওয়েলের হাতল চুরি করেন।

এরপর মোলংহাট মাদরাসার কাছে এসে অটো থামিয়ে ২ জন যাত্রীর অভিনয় করে আরেকজন সেলাইরেঞ্জ দিয়ে টিউবওয়েলর হাতল খুলতে থাকেন। এসময় এক ছাত্র তা দেখে ফেলে মাদরাসার শিক্ষককে জানালে ওই শিক্ষক বের হয়ে চোরকে ধাওয়া করেন।

বুঝতে পেরে যাত্রী বেশে থাকা ২ জন পালিয়ে যান। আরেক জনকে অটোসহ আটক করেন স্থানীয়রা। এসময় অটোতে ২টি টিউবওয়েলের হাতল পাওয়া যায়। পরে চোর সিন্ডিকেটের ওই সদস্যকে মাদরাসার একটি কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি চুরি করার বিষয়টি স্বীকার করেন।

মুহুর্তের মধ্যেই ঘটনাটি ছড়িয়ে পড়লে আশেপাশের আরও ৩-৪ গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে কারো টিউবওয়েল, কারো মোটরসাইকেল, কারও পানির পাম্প চুরি হওয়ার কথা জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাদরাসার প্রধান শিক্ষক জাতীয় সেবা ৯৯৯ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আটক চোর ও অটোটি থানায় নিয়ে যান।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯ ফোন পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে আটক চোর ও অটোটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।