চিকিৎসকদের কর্মবিরতি; অস্ত্রোপচার বন্ধ, প্রাইভেট চেম্বারেও রোগী দেখছেন না ডাক্তাররা
গ্রেফতার দুই চিকিৎসকের মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন চিকিৎসকরা। বেসরকারি হাসপাতালগুলোতে অপারেশনও বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।
জানা গেছে চিকিৎসকদের এ কর্মবিরতির কারণে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ব্যাহত হচ্ছে রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। ভিড় বেড়েছে সরকারি হাসপাতালগুলোতেও। চাপ বেড়ে যাওয়ায় সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতেও সেবা নিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।
চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস ও বেসরকারি হাসপাতালে অপারেশন বন্ধ থাকলেও ভর্তি থাকা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। খোলা রয়েছে জরুরি বিভাগও।
উল্লেখ্য, রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা ও নবজাতক মৃত্যুর ঘটনায় গ্রেফতার হন দুই চিকিৎসক। তাদের মুক্তির দাবিতেই এ কর্মসূচি।