বিপিএলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

বিপিএলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল
মিরপুর শেরেবাংলায় আজ পর্দা নামবে বিপিএলের। নবম আসরের ফাইনালে মুখোমুখি মাশরাফি বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স ও ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 
বৃহস্পতিবার ম্যাচের আগে আসরের চ্যাম্পিয়ন, রানার্সআপসহ সেরা খেলোয়াড়ের জন্য পুরস্কার মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন পাঁচ লাখ টাকা পুরস্কার। টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবেন তিন লাখ টাকা, সর্বোচ্চ রান স্কোরার পাবেন পাঁচ লাখ টাকা, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক পাবেন পাঁচ লাখ টাকা। এ ছাড়া প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পাবেন ১০ লাখ টাকা পুরস্কার। বিপিএলের নবম আসরের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি আর রানার্সআপ দল এক কোটি টাকা।
উল্লেখ্য, এবারই প্রথম বিপিএলের ফাইনালে উঠেছে সিলেট। তবে অধিনায়ক মাশরাফির জন্য এটি পঞ্চম ফাইনাল। এর আগে বিভিন্ন দলের হয়ে চারবার ফাইনাল খেলে প্রতিবারই শিরোপা উঠেছে তার হাতে। 
অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার চতুর্থবারের মতো ফাইনালে উঠল। দল হিসেবে কুমিল্লা আগের তিন দফায় ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা জিতেছে। অধিনায়ক ইমরুলের সামনে তৃতীয় শিরোপার হাতছানি।