নিজের মোটরসাইকেলে আগুন দিলেন যুবক!
                                মাদারীপুরের শিবচরে নিজের মোটরসাইকেল নিজেই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সোহেল শেখ নামে এক যুবক।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পাঁচ্চর এলাকায় ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু মহাসড়কের এ ঘটনা ঘটে।
সোহেল শেখ শিবচর উপজেলার তালতলা এলাকার আব্দুল গনি শেখের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নানা বাড়ি টেকের হাটে যাবার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে রওনা দেয় সোহেল। কিন্তু পাঁচ্চর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির স্টার্ট বন্ধ হয়ে যায়। একাধিকবার চেষ্টা করেও যখন বাইকটি স্টার্ট দিতে ব্যর্থ হয় তখন এক প্রকার ক্ষোভে বাইকটিতে আগুন ধরিয়ে দেন তিনি। পরে শিবচরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে এনে বাইকটি উদ্ধার করা হয়।
সোহেলের ছোট ভাই রফিকুল ইসলাম বলেন, ভাই নানা বাড়ি যাবার সময় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু কিছুক্ষণ পর ভাই ফোন করে বলে বাইক নষ্ট হয়েছে, স্টার্ট হয় না। আর মহাসড়কের ওপর থেকে বাইপাস সড়কেও নামতে পারছেন না। আমাকে বাইকটি দ্রুত নিতে আসতে বললে আমি চলে আসি। এসে দেখি মোটরসাইকেলে আগুণ ধরিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, বেশ কয়েকদিন ধরে তার ভাই পারিবারিক কলহের কারণে দুশ্চিন্তায় ছিল।
শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে মানসিক সমস্যার কারণেই তিনি এ কাজটি করেছেন। আমরা পোড়া মোটরসাইকেলটি উদ্ধার করেছি।
                        

                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
