গৌরনদীতে মাতৃভাষা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন টিএসএস এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

গৌরনদীতে মাতৃভাষা দিবস উপলক্ষে  স্বেচ্ছাসেবী সংগঠন টিএসএস এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

বরিশালের গৌরনদীতে স্বেচ্ছাসেবী সংগঠন, টরকী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সারাদিন ব্যাপী উপজেলার নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম শুরু করেন স্বেচ্ছাসেবী সংগঠন টরকী স্বেচ্ছাসেবী সংগঠন (টিএসএস)।

এ সময় উপস্থিত ছিলেন টরকী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সভাপতি নোবেল মাহমুদ,  সাধারণ সম্পাদক নাঈম ফকির,  প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সাহিদসহ সংগঠন এর ১৫ জন সদস্য।

এ সময় সংগঠনটির সভাপতি নোবেল মাহমুদ জানান, আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওই এলাকায় প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছেন তারা।

তিনি আরও জানান, টরকী স্বেচ্ছাসেবী সংগঠন গত ৩ বছরে গৌরনদী উপজেলায় সকল শ্রেণীর মানুষের মাঝে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি  বিভিন্ন রোগীকে বিনামূল্যে রক্তদান, করোনাকালীন সময়ে খাদ্য সামগ্রী বিতরন, জীবানু নাশক ছিটানো, প্রতি বছর ২ শতাধীক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও ঈদ সামগ্রী বিতরনসহ বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করেছে টরকী স্বেচ্ছাসেবী সংগঠন।

বর্তমানে সংগঠনটির প্রধান কার্যালয় উপজেলার টরকী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ঈগল কাউন্টারের পিছনে।