আগৈলঝাড়ায় মডেল মসজিদ উদ্বোধন করলেন বঙ্গবন্ধু কন্যা

আগৈলঝাড়ায় মডেল মসজিদ উদ্বোধন করলেন বঙ্গবন্ধু কন্যা

২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মানের প্রতিশ্রুতি দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার গঠনের পর উপজেলা পর্যায়ে মডেল মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়। তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় বরিশালের আগৈলঝাড়ায় নির্মাণাধীন মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে দৃষ্টিনন্দন এ মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আগৈলঝাড়া প্রান্তে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুছ, সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, নাসরিন জাহান রত্না,বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মডেল মসজিদের দুইজন মুসল্লী কথা বলেন। এসময় তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগৈলঝাড়া উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ, ইসলামিক জ্ঞান ও সংস্কৃতি সম্প্রসারণের মাধ্যমে ইসলামি মূল্যবোধের পরিচর্যা এবং সততা ও ন্যায়বিচারের প্রতি মানুষের আনুগত্য সমর্থন সৃষ্টি করা ও ইসলামি ভ্রাতৃত্ববোধ, প্রকৃত মূল্যবোধের প্রচার ও দীক্ষাদান চালু এবং সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতা রোধ সহ পুরুষ-নারী মুসল্লিদের জন্য নামাজ, ধর্মীয় শিক্ষা, প্রশিক্ষণ ও সারাদেশে দীনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা সহ নানিবিধ সুবিধা থাকবে মডেল মসজিদে।