সন্তানদের দেখতে এসে ধর্ষণের শিকার নারী, আসামি গ্রেপ্তার

সন্তানদের দেখতে এসে ধর্ষণের শিকার নারী, আসামি গ্রেপ্তার

ঢাকায় এসে এক নারী ‘সংঘবদ্ধ ধর্ষণের’ শিকার হয়েছেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের চার মাস পর সন্তানদের দেখতে যশোর থেকে ওই নারী ঢাকায় এসেছিলেন। এ ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, গত ২৫ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সন্তানদের দেখতে এসে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন ভুক্তভোগী এক নারী। এ ঘটনায় মামলার পর অভিযান চালিয়ে রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তার করা হয়েছে।

রোববার সকালে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।