বিএনপি’র নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে যুবলীগের স্মারকলিপি

বিএনপি’র নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে যুবলীগের স্মারকলিপি

বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে যুবলীগ। এছাড়া জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের পাশাপাশি তারেক রহমানকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে কমিশন সচিব জাহাংগীর আলমের কাছে স্মারকলিপি দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

মাইনুল হোসেন খান নিখিল সাংবাদিকদের বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তখন তারেক রহমানের নেতৃত্বে আবারো সন্ত্রাস হচ্ছে। তারেক রহমানের নির্দেশেই নৈরাজ্য হচ্ছে, সন্ত্রাসের রাজত্য কায়েম করতে চায় বিএনপি। সহিংসতা করে বিদেশীদের বার্তা দিতে চান বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপির রাজনীতি যতোদিন থাকবে দেশে সন্ত্রাসের রাজনীতিও ততোদিন থাকবে।

তিনি বলেন, তারেক রহমান একজন দণ্ডপ্রাপ্ত আসামী, তাই তাকে ফিরিয়ে এনে মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেটা কার্যকর করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি যতদিন থাকবে ততদিন তারা দেশ ধ্বংসের চক্রান্ত করবে। ততদিনই তারা হত্যা, পেট্রলবোমা হামলা, গ্রেনেড হামলা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করতেই থাকবে। তাই দেশের যুবসমাজ, ছাত্রসমাজ এবং সর্বস্তরের জনগণ মনে করে এই সংগঠনের বিচরণ বেশিদিন বাংলার মাটিতে থাকা উচিত নয়। তাই আমরা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করছি। সেই সঙ্গে বিএনপির রাজনীতি নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছি।