সংবাদে নাম প্রকাশ না করায় সাংবাদিকের উপর হামলাকারী সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার; থানায় অভিযোগ

সংবাদে নাম প্রকাশ না করায় সাংবাদিকের উপর হামলাকারী সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার; থানায় অভিযোগ
প্রকাশ্যে এক সাংবাদিকের ওপর দুই দফা হামলা চালিয়ে বেধম মারধরসহ পা ভেঙে দেয়ার ঘটনায় অবশেষে অভিযুক্ত ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাসেদ হাওলাদারকে দলীয় পদ থেকে বহিঃস্কার করা হয়েছে।
রোববার  দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। 

এর আগে শনিবার বিকেলে বরিশালের গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাসেদ হাওলাদার ও তার সহযোগীরা প্রকাশ্যে স্থানীয় সাংবাদিক মোল্লা ফারুক হাসানের ওপর হামলা চালায়। দুই দফা হামলার পর সন্ত্রাসীরা সাংবাদিককে অপহরনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে পিটিয়ে তার পা ভেঙে দেয়। 
স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় আহত সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
 এ ঘটনায় রোববার  সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত সাংবাদিক মোল্লা ফারুক হাসান জনপ্রিয় সংবাদ মাধ্যম বরিশাল মেট্রো'র নির্বাহী সম্পাদক, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও গৌরনদী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।

রোববার  দুপুরে হাসপাতালে শষ্যাশয়ী সাংবাদিক মোল্লা ফারুক হাসান বলেন, শনিবার শেষ বিকেলে তিনি বাড়ি থেকে টরকী বন্দরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় কসবা এলাকার বাসিন্দা, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও কিশোর গ্যাংয়ের প্রধান রাসেদ হাওলাদার তার সহযোগীদের নিয়ে মোটরসাইকেল নিয়ে ব্যারিকেট দিয়ে তার পথরোধ করে। একপর্যায়ে বিজয় দিবসের প্রকাশিত সংবাদে তার (রাসেদ) নাম না আসার অজুহাতে অর্তকিতভাবে হামলা চালিয়ে মারধর করে মোটরসাইকেলে তুলে অপহরনের চেষ্টা চালায়। প্রাণবাঁচাতে তিনি (সাংবাদিক ফারুক) দৌঁড়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আশ্রয় নেন। হামলাকারীরা ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে প্রকাশ্যে দ্বিতীয় দফায় সাংবাদিক ফারুককে পিটিয়ে গুরুত্বর আহত করে তার বাম পা ভেঙে দেয়। 
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।

সাংবাদিকের ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
একই দাবিতে রোববার  সকালে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।