গরু চুরির অভিযোগে ভাইসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গরু চুরির অভিযোগে ভাইসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জামালপুর সদর উপজেলা বাশচড়া গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। গরুর মালিক ছোরহাব আলী বাদী হয়ে গতকাল সোমবার রাতে জামালপুর সদর থানায় মামলা দায়েরের পর সাবেক ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন– আসলাম সওদাগর ও তাঁর ছোট ভাই আনোয়ার হোসেন। তাঁরা ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। এদের মধ্যে আসলাম সওদাগর বাশচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের গোড়ারকান্দা এলাকার সোরহাব হোসেনের বাড়ি থেকে গত ১৫ অক্টোবর রাতে দুটি এবং একই এলাকার আবুল কালাম আজাদের বাড়ি থেকে ১০ অক্টোবর রাতে একটি গরু চুরি হয়। গরু চুরির পর থেকে সোরহাব হোসেন বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে আসলাম সওদাগরের গোয়াল ঘরে তিনটি গরু রয়েছে বলে জানতে পারেন। পরে সোরহাব হোসেন গতকাল সোমবার বিকেলে লাহারিকান্দা এলাকার ঈদগাহ মাঠ সংলগ্ন আসলাম সওদাগরের বাড়িতে যান। বাড়িতে গিয়ে আসলাম সওদাগরের গোয়াল ঘরের গরু তিনটি দেখেন এবং তাঁর গরু দুটি শনাক্ত করেন।

পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের গরু চুরির বিষয়টি অবহিত করেন তিনি। স্থানীয় লোকজন নিয়ে আসলাম সওদাগরের বাড়িতে গেলে হট্টোগল বাঁধে। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন এবং গরুসহ সাবেক ছাত্রলীগ নেতা ও তাঁর ভাইকে আটক করেন।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ নূর মোহাম্মদ বলেন, ‘গরু চুরির বিষয়টি শুনে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তিনটি গরুসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার পর তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।