লঙ্কান লিগে খেলার প্রস্তাব পেলেন তাসকিন
লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) থেকে ডাক পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্টে খেলার মাঝেই এই সুখবর দিলেন বাংলাদেশের স্পিডস্টার।
এর আগে দুইবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ডাক পেলেও তাতে খেলা হয়নি তাসকিনের। এবার লঙ্কান প্রিমিয়ার লিগের দল ডাম্বুলা অরার ডাক পেয়েছেন তিনি। বিষয়টি ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তাসকিন নিজেই। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল এর এবারের আসর।
এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। যদিও এই সময়ে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। তাই ক্যাম্প চলাকালে তাসকিনকে লঙ্কান লিগে খেলার ছাড়পত্র দেয়া হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।
উল্লেখ্য, এ বছর কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়েও খেলার সুযোগ ছিল তাসকিনের; কিন্তু জাতীয় দলের ব্যস্ততার কারণে যেতে পারেননি। একই কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানের হয়ে খেলার প্রস্তাবও ফিরিয়ে দেন তাসকিন।