রাতারাতি লাদাখে ৬৮ হাজার ভারতীয় সেনা, কীসের প্রস্তুতি?
গালওয়ান উপত্যকায় সংঘটিত হওয়া সংঘর্ষের মতো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর দ্রুত সেনা মোতায়ন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ কারণে সারা দেশ থেকে রাতারাতি ৬৮ হাজারের বেশি সেনা, ৯০টি ট্যাঙ্ক এবং অন্যান্য সমরাস্ত্র পূর্ব লাদাখে নিয়ে গেছে ভারতীয় বিমানবাহিনী।
ভারতের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিভাগের বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, শুধু সেনাদের নিয়ে যাওয়া নয়, সংঘর্ষ পরিস্থিতি সামাল দিতে আক্রমণাত্মক ভঙ্গিতে যুদ্ধবিমানের বেশ কয়েকটি স্কোয়াড্রন স্থাপন করা হয়েছে। সু-৩০ এমকেআইসহ জাগুয়ার ফাইটার জেটগুলোকে সব সময় এই অঞ্চলে নজরদারি এবং শত্রুপক্ষের তথ্য সংগ্রহ করার জন্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৫ জুন সংঘর্ষে কেঁপে উঠেছিল গালওয়ান উপত্যকা, যাকে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ বলে অভিহিত করা হয়। চীনের সঙ্গে ভারতীয় সেনাদের এ সংঘর্ষ বেধেছিল।
অত্যন্ত কম সময়ের মধ্যে এই বিপুল সেনা বহরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে পূর্ব লাদাখে। এমনটাই দাবি করেছে সামরিক বিভাগ। চীন ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে চীনের কার্যকলাপের ওপর লাগাতার নজরদারির জন্য ওই এলাকায় প্রচুর রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট মোতায়েন করা হয়েছে।