মিয়ানমারের জেড খনিতে ধস, নিখোঁজ ৩৬ শ্রমিক

মিয়ানমারের জেড খনিতে ধস, নিখোঁজ ৩৬ শ্রমিক

মিয়ানমারের পাকান্ত শহরে জেড খনিতে ধসের পর নিখোঁজ হয়েছেন ৩৬ শ্রমিক। উদ্ধারকর্মীদের ধারণা, নিখোঁজদের কেউই বেঁচে নেই। খবর শিনহুয়া নিউজের।

সোমবার (১৪ আগস্ট) কাচিন রাজ্যের দুর্গম পার্বত্য এলাকায় হয় এই দুর্ঘটনা। অঞ্চলটি জেড খনির জন্যই সুপরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, খননকাজ চলার সময় বেলা সাড়ে ৩টা নাগাদ ভূমিধস হয়। এসময় খনিতে কর্মরত শ্রমিকরা গড়িয়ে ১ হাজার ফুট নিচের একটি হ্রদে পড়ে যান।

খবর পেয়ে তাৎক্ষণিক তল্লাশি শুরু করে উদ্ধারকর্মীরা। এতে ৮ শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

এর আগে, ২০২০ সালের জুলাইয়ে একই শহরে ঘটেছিল ভয়াবহ খনি দুর্ঘটনা। যাতে প্রাণ হারান কমপক্ষে ১৬২ জন।