যে কারণে নাসিরুদ্দিনকে মুখ না খোলার পরামর্শ দিলেন স্ত্রী

বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান তারকা দম্পতি নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক। বলিপাড়ায় একরকম স্পষ্টভাষী হিসেবেই খুব পরিচিত এই দুই তারকা। খোলাখুলি কথা বলতে বেশি পছন্দ করেন তারা। তবে সম্প্রতি ‘পাঠান’ বিতর্কে নাসিরুদ্দিনকে মুখ না খোলার পরামর্শ দিয়েছেন স্ত্রী রত্না।
অভিনেত্রীর ধারণা, বর্তমানে দেশের যে পরিস্থিতি, এতে মুখ খুললে বাড়ি ইটপাটকেল পড়ার সম্ভবনা আছে।
রত্নার আসন্ন সিনেমা ‘কচ্ছ এক্সপ্রেস’- এর প্রচারে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানেই ‘পাঠান’ সিনেমা নিয়ে প্রশ্নের জবাবে এই কথা জানান ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’ খ্যাত এই অভিনেত্রী।
তিনি বলেন, কোনো ধরনের অশান্তি আমার মোটেও ভালো লাগে না। তাই বিপদ যেন কম আসে, সে জন্য নাসিরুদ্দিনকে কোনোরকম মন্তব্য করা থেকে দূরে রাখেন তিনি। কারণ, বিদ্বেষের পরিমণ্ডলে যে কেউ বাড়িতে এসে ইট-পাথর ছুড়ে মারতে পারে। মানুষের কাছে কোনো কিছুই অসম্ভব নয়।
অভিনেত্রী আরও জানান, বর্তমানে কাজ পাওয়া অনেক কঠিন হয়ে গেছে। তাই ভয় পেলে চলবে না, বরং সতর্কও থাকতে হবে। এ জন্য আমার স্বামীকে সবসময় সাবধানে থাকতে বলি।
ইদানিং মানুষের বিদ্বেষে অনেক ভয় করে বলে জানিয়েছেন রত্না। ভুল হলে সেটা কেউ এখন ধরিয়ে তো দিচ্ছেই না, উল্টো প্রশ্রয় দেওয়ার জন্য বিভিন্ন দল ভারী হচ্ছে।
প্রসঙ্গত, প্রথমবারের মতো গুজরাটি সিনেমায় অভিনয় করছেন তিনি। ছবিতে মূল ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে। অপরদিকে খুব শিগগিরই আসমান ভরদ্বাজের থ্রিলার ‘কুট্টি’ সিনেমায় দেখা যাবে নাসিরুদ্দিনকে।
খবর : আনন্দবাজার পত্রিকা