মনোনয়নপত্র জমা দিয়েই পাবনায় হিরো আলম (ভিডিও)
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল চারটায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছে উক্ত দুই আসনের মনোনয়নপত্র দাখিল করেন হিরো আলম। এ সময় সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানান তিনি।
এদিকে মনোনয়নপত্র জমা দিয়েই পাবনায় গেছেন হিরো আলম। বরাবরের মতো এবারও তার সঙ্গী হয়েছেন রিয়া মনি। সেখানে আয়োজিত এক মেলায় পারফর্ম করছেন তারা।
শুক্রবার (৬ জানুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন হিরো আলম। যেখানে রিয়ার সঙ্গে তাকে পারফর্ম করতে দেখা যাচ্ছে। তার সেই পোস্টে নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন।
একজন লিখেছেন, ‘গুড পারফর্ম এমপি সাহেব।’
আরেকজন লিখেছেন, ‘সেরা এমপি সাহেব।’
অন্যজন লিখেছেন, ‘হিরো আলম জিন্দাবাদ।’
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো- সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন হিরো আলম। কিন্তু ১০ জনের স্বাক্ষরে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। আপিলেও তার প্রার্থিতা না টিকলে উচ্চ আদালতে যান। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিরো আলমকে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক পেয়েছিলেন হিরো আলম।



