মোবাইল চার্জার মুখে দিয়ে শিশুর মৃত্যু

মোবাইল চার্জার মুখে দিয়ে শিশুর মৃত্যু

সকেটে লাগানো মোবাইল চার্জার মুখে দেওয়ার পর বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার এমন ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের উত্তরা কান্নাড়া জেলার সিদ্দারদা গ্রামে।

পুলিশের ভাষ্য, মোবাইল চার্জারটি সকেটের সঙ্গে লাগানো ছিল। তখন সুইচও বন্ধ করা ছিল না। এসময় শিশুটি চার্জার মুখ নিলে বিদ্যুতায়িত হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবার নাম সন্তোষ কালগুতাক। তিনি একটি বিদ্যুৎ সরবরাহ কোম্পানিতে কাজ করেন। মেয়ের মৃত্যুর শোনার পর সন্তোষও অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি তার বাবা মায়ের তিন নম্বর সন্তান ছিল। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশও এ নিয়ে তদন্ত শুরু করেছে।