মাদারীপুর পালিত হচ্ছে উৎসব ২০২৩ইং এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

মাদারীপুর পালিত হচ্ছে উৎসব ২০২৩ইং এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সাংস্কৃতিক দেশব্যাপী পরিচিত করার লক্ষ্যে মাদারীপুর উৎসব-২০২৩ ইং উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৯ জানুয়ারী) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শকুনী লেকের পাড় স্বাধীনতা অঙ্গনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর পুলিশ সুপার মো.মাসুদ আলম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালীতে অংশগ্রহণ করেন।
আগামীকাল শুক্রবার থেকে ১২দিন ব্যাপী এই মাদারীপুর উৎসব অনুষ্ঠিত হবে। মাদারীপুর উৎসবে-২০২৩ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীসহ অন্যরা।