কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে নিয়ে অভিযোগ তুলেছেন জ্ঞানের আলো সামাজিক সংগঠন

গত বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পুরাতন ভবনের নিচ তলায় স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগার থেকে একটি 'ব্রেস্ট ফিডিং কর্নার' স্থাপন করা হয়েছিল। উপজেলা নির্বাহী অফিসার জনাব ফেরদৌস ওয়াহিদ মহোদয় এই কর্নারটি উদ্বোধন করেছিলেন। আজ সকালে ব্রেস্ট ফিডিং এর সুবিধা নিতে গিয়ে এক শুভাকাঙ্ক্ষী মা কক্ষটি খুজে না পেয়ে জ্ঞানের আলো পাঠাগারকে জানায়। জ্ঞানের আলো পাঠাগার থেকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে সেখানকার আর এমও সহ অন্যান্য নার্স ও স্টাফরা মুখ খুলতে নারাজ এবং সবকিছু নন্দা সেন গুপ্তা ম্যাডাম জানে বলে এড়িয়ে যান ৷ জ্ঞানের আলো পাঠাগার থেকে নন্দা সেনের ম্যাডামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন নতুন ভবনের ২য় তলায় কক্ষটি শিফট করা হয়েছে ৷ জ্ঞানের আলো পাঠাগার থেকে অনেক খোজাখুজি করেও কোথাও পাওয়া না গেলে তার সাথে আবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জ্ঞানের আলো পাঠাগারের ফোন ধরেন না ৷ তাহলে এই ব্রেস্ট ফিডিং কর্নারটি গেলো কোথায় ? উপজেলা প্রসাশন ও সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষন করেছেন জ্ঞানের আলো পাঠাগার একটি সামাজিক প্রতিষ্ঠান। এটা নিয়ে মুখ খুললেন কোটালীপাড়া জ্ঞানের পাঠাগার থেকে তারা বলেন। একটা সেবা প্রতিষ্ঠানের পরিস্থিতি যদি এই হয় তাহলে এর পিছনের রাঘব বোয়াল কারা জানতে চায় কোটালীপাড়াবাসী ৷