মধ্যপ্রাচ্যে ছাড়তে মার্কিন সেনাদের ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে ছাড়তে মার্কিন সেনাদের ইরানের হুঁশিয়ারি

দ্রুত সিরিয়াসহ মধ্যপ্রাচ্যে ছাড়তে হবে মার্কিন সেনাদের। এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, এই অঞ্চলে বেআইনিভাবে অবস্থান করে অস্থিতিশীলতা তৈরি করছে মার্কিন সেনারা। খবর সিসিটিভি’র।

তিনি বলেন, সিরিয়ার সরকার মার্কিন সেনাদের থাকার জন্য দাওয়াত দিয়ে আনেনি। তারা বরাবরই যত দ্রুত সম্ভব সিরিয়া থেকে মার্কিন সেনাদের চলে যাওয়ার দাবি জানিয়ে আসছে।

তিনি আরও বলেন, এই অঞ্চলে মার্কিন উপস্থিতি কেবল বেআইনিই নয় বরং ক্রমাগত অস্থিতিশীলতার কারণও। তাদের জন্যই সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো সুযোগ পাচ্ছে।