ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা মাশরাফী-সাকিব-তামিমদের

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা মাশরাফী-সাকিব-তামিমদের

আজ ২১ ফেব্রুয়ারি, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে রক্ষা করতে প্রাণ দিয়েছেন বাংলার বীর সন্তানরা। মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে রাজপথে নেমে তৎকালীন পাকিস্তানি সৈনিকদের গুলিতে প্রাণ হারান শ্রদ্ধেয় সালাম, রফিক, জব্বার, বরকত, শফিকসহ আরও অনেকে।

সেই থেকে ২১ ফেব্রুয়ারিকে বিশেষভাবে স্মরণ করে আসছে বাঙালি জাতিরা। অবশেষে ১৯৯৯ সালের জাতিসংঘের সভায় সিদ্ধান্ত শেষে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বের বুকেই বিশেষভাবে পালন করা হয়ে আছে।

যে শহীদদের রক্তের বিনিময়ে প্রাণের এই ভাষা পাওয়া গেছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। জাতীয় দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল থেকে শুরু করে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদের ফেসবুকে পেজে ভিন্ন ভিন্ন পোস্ট করেছেন।

কেবল তারাই নয় শহীদদের প্রতি সম্মান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন লিটন দাস, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকারাও। তাদেরই শ্রদ্ধা জানানো পোস্ট আরটিভি অনলাইনের পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে।

সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা লিখেছেন, ‘যাদের ত্যাগে আজ আমরা বাংলায় কথা বলি, বাংলায় লিখি, বাংলায় গান গাই তাদের জানাই বিনম্র শ্রদ্ধা।’

টাইগারদের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদেরজানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ দিবস অমর হোক।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘মহান ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

‘যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদ দের কে কি ভুলতে পারি? ভাষা শহীদ ও ভাষা সৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’- মাহমুদউল্লাহ রিয়াদ।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন মুশফিকুর রহিম- ‘সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

লিটন লেখেন, ‘দিনশেষে বাংলাতেই তৃষ্ণা মেটে। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

তাসকিন আহমেদ লিখেন, ‘আমার দুঃখিনী বাংলায় শত রক্তের ছাপ। একুশ আমাদের অহংকার, আমাদের গর্ব। ২১ ফেব্রুয়ারি কোনো সংখ্যা নয়, একুশ, সব বাঙালির হৃদয়ে গাঁথা। এই মহান দিবসে শ্রদ্ধায় অবনত হই ভাষা শহীদদের প্রতি, যারা আমাদের পরিচয় অক্ষত রেখে গিয়েছে।’

সৌম্য সরকার লিখেন, ‘ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দেও না। ভাষা আন্দোলনে সব ভাষাশহীদকে প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’