মাদারীপুরের ডাসারে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে দুইদিন ব্যাপি বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান।

মাদারীপুরের ডাসারে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে দুইদিন ব্যাপি বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান।

মোঃ আতিকুর রহমান আজাদ,ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসার উপজেলার ঐহিত্যবাহী শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন ছাত্র/ছাত্রীদের সম্বনয়ে গঠিত সু-পন সেবা সংঘের উদ্যোগে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রতিবছরের ন্যায় শারদীয় দূর্গা পুজা উপলক্ষে অত্র এলাকার সাধারন খেটে খাওয়া জনসাধারনকে বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। গতকাল এবং আজ সোমবার দুই দিন ব্যাপি শশিকর উচ্চ বিদ্যালয়ে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ক্যামপেইন করে বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও ওষধ প্রদান করেন।

সরেজমিন ও স্কুল সুত্রে জানা যায়, শশিকর ও নবগ্রাম এলাকার কৃতিসন্তান এবং ঐহিত্যবাহী শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন ছাত্র/ছাত্রীদের সম্বনয়ে ২০০১ সালে সু-পন সেবা সংঘ নামে সংগঠনটি তৈরি করা হয় এবং ২০০৪ সাল থেকে এ সংগঠনের মাধ্যমে অত্র স্কুলের প্রাপ্তন ছাত্র-ছাত্রী বিশেষজ্ঞ চিকিৎসক এমবিবিএস ইওসি(এনেসথেসিয়া) ডাঃ রবীন্দ্রনথ সরকার, এমবিবিএস,এফসিজিপি(ফ্যাঃমেডিসিন) ডিওসি(চর্ম),পিজিটি(শিশু)ডিপ্লোমা এ্যাজমা ডাঃ শুভ্র সরকার, এমবিবিএস এফসিপিএস কনসালটেন্ট গাইনী বিভাগ ডাঃ ছন্দা মজুমদার হ্যাপি, বিডিএস,বিসিএস ডেন্টাল সার্জন ডাঃ নিলা কুন্ডু,এমবিবিএস,বিসিএস,এফসিপিএস এমসিপিএস কনসালটেন্ট গাইনী বিভাগ ডাঃ সবুজ কুমার পাত্র, গাইনী ও শিশু বিশেষজ্ঞ ডাঃ আখি রায় বিপাশা ও বাত ব্যাথা,প্যারালাইসিস,স্পিড থেরাপি,অর্থোপেডিক ফিজিওথেরাপি এ্যন্ড সোপাটর্স মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সুমন বিশ্বাস বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও ওষধ প্রদান করেন।

সু-পন সেবা সংঘের সভাপতি প্রদীপ বাড়ৈ বলেন, আমরা অত্র এলাকারই সন্তান এবং শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন ছাত্র/ছাত্রী। আমরা অসাহায় মানুষের পাশে দাড়ানো এবং সেবা করার উদ্দেশেই এ সংগঠন তৈরি করেছি,আর সেবা দিয়ে আসছি।

শশিকর মহাবিদ্যালয়ের সাবেক সহকারি অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা,কবি বাবু দুলাল সরকার বলেন,শশিকর উচ্চ বিদ্যালয়টি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের স্কুলের প্রাপ্তন ছেলেরা এ সু-পন সংঘ সংগঠনটি তৈরি করে বিভিন্ন রকম সেবা প্রদান করেন। এরা সকলে মিলে অসহায় মানুষকে অর্থ ও খাদ্য সামগ্রী দিয়েও সেবা করেন। ওরা আমারই ছাত্র,আমি আজ গর্বিত। আমারই ছাত্ররা এধরনের একটি সেবা মুলক প্রতিষ্ঠান তৈরি করে সেবা দিয়ে আসছে।

শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুনীত কুমার তালুকদার বলেন, আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি, আমাদের শশিকর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দেশের বিভিন্ন জেলায়,বিভিন্ন দেশের বিভিন্ন সেক্টরে ভাল অবস্থানে আছে। সব চেয়ে বড় কথা,এরা সবাই খুবই আন্তরিক, মানুষের সেবায় নিয়োজিত হয়ে কাজ করেন।