বরগুনায় ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

বরগুনায় ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

বরগুনার তালতলী উপজেলায় ক্রেতা সেজে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, উপজেলার ছোটবগী ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামের মৃত শাহজাহান ফকিরের ছেলে মহসিন ফকির। জানা গেছে, সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাঁজা নিয়ে ঠংপাড়া এলাকায় আসেন মহসিন।

এ সময় ক্রেতা সেজে মহসিন ফকিরের কাছে যান তালতলী থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু জাফর। পরে তারা মহসিন ফকিরের কাছ থেকে গাঁজা কিনতে চান। এ সময় গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, দীর্ঘদিন ধরে মহসিন বিভিন্ন জায়গায় গাঁজা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।