‘রূপাতলী বাস টার্মিনালের’ নাম এখন ‘আবুল হাসানাত আবদুল্লাহ্ বাস টার্মিনাল’

‘রূপাতলী বাস টার্মিনালের’ নাম এখন ‘আবুল হাসানাত আবদুল্লাহ্ বাস টার্মিনাল’

বরিশালের ‘রূপাতলী বাস টার্মিনালের’ নাম পরিবর্তন করে ‘আবুল হাসানাত

আবদুল্লাহ্ বাস টার্মিনাল’ রাখা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সম্মতিক্রমে এ নামকরণ করা হয়।

মঙ্গলবার বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বরিশাল সিটি কর্পোরেশনের ৪র্থ পরিষদের ২০তম সাধারণ সভা গত ৫ মার্চ এ্যানেক্স ভবনে অনুষ্ঠিত হয়। ওই সভায় বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি, বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, ‘রূপাতলী বাস টার্মিনালের’ নাম ‘আবুল হাসানাত আবদুল্লাহ্ বাস টার্মিনাল’ নামকরণের আবেদনের প্রেক্ষিতে ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর এম সাইদুর রহমান জাকির প্রস্তাব করেন এবং ১২নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন সেই প্রস্তাব দৃঢ়ভাবে সমর্থন করেন।

সভায় উপস্থিত সকল কাউন্সিলরবৃন্দ প্রস্তাবটি সমর্থন করলে ‘রূপাতলী বাস টার্মিনালের’ নামকরণ ‘আবুল হাসানাত আবদুল্লাহ্ বাস টার্মিনাল’ সর্বসম্মতভাবে গৃহিত হয়।