বাংলাবান্ধায় পাথর আমদানি শুরু হয়নি আজও, বিপাকে ব্যবসায়ীরা

বাংলাবান্ধায় পাথর আমদানি শুরু হয়নি আজও, বিপাকে ব্যবসায়ীরা

ভারত ও ভূটানের ট্রাকের ‘স্লট পেমেন্ট’ জটিলতা আজও নিরসন হয়নি। এতে বাংলাবান্ধা স্থলবন্দরে টানা ৬ দিন ধরে পাথর আমদানি বন্ধ। এর ফলে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। তারা বলছেন, এতে রাজস্ব আহরণের পরিমাণ কমছে।

ভারতের ফুলবাড়িতে ট্রাক মালিকদের আন্দোলন চলছে। এ কারণে বাংলাবান্ধা দিয়ে ভারত ও ভূটান থেকে পাথর আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সীমিত পরিসরে রফতানি কার্যক্রম চলছে। রফতানি পণ্যবাহী প্রতিটি ট্রাক থেকে অ্যাপসের মাধ্যমে স্লট বুকিংয়ের অর্থ আদায় করে রাজ্য সরকার। এখন ভুটানের ট্রাক থেকেও স্লট বুকিংয়ের অর্থ আদায়ের উদ্যোগ নেয়া হয়েছে। এই ইস্যুতে ভারতের ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ধর্মঘট পালন করছে। আর এতে পাথর আমদানি বন্ধ রয়েছে।