গৌরনদীতে গরুর সাথে এ কেমন শত্রুতা

গৌরনদীতে গরুর সাথে এ কেমন শত্রুতা

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে বিষক্রিয়ায় পাঁচটি গরু মারা গেছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।

গরুগুলোর মালিক সরিকল ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. রাজু খান। এ ঘটনায় তার পাঁচ লাখের বেশি টাকার ক্ষতি হয়েছে।

রাজু বলেন, ‘সকাল ১০টার দিকে খামারের ছয়টি গরুকে খাবার দিই। পরবর্তীতে খামারের বাইরে খইল-ভূষি মিশিয়ে গরুগুলোকে পানি পান করাই। এর পরপরই অসুস্থ হয়ে পাঁচটি গরু মারা গেছে। অন্য একটি গরু এখনো জীবিত আছে। ধারণা করছি দুর্বৃত্তরা আগে থেকেই গরুকে খাওয়ানোর পাত্রে বিষ ছিটিয়ে রেখেছিল, যার ফলে বিষক্রিয়ায় গরুগুলো মারা গেছে।থ