বরখাস্ত করায় ৯ সহকর্মীকে অফিসেই তালাবন্দি

বরখাস্ত করায় ৯ সহকর্মীকে অফিসেই তালাবন্দি

বরখাস্ত হওয়ার পর নয় সহকর্মীকে তালাবন্দি করে রেখেছিলেন এক ব্যক্তি। এমন ঘটনা ঘটেছে সিঙ্গাপুরে। স্থানীয় সংবাদমাধ্যম সিএনএর প্রতিবেদনে এমনটি জানা গেছে। 

এতে বলা হয়, ৫২ বছর বয়সী ভিক্ট লিম সিওং হককে চাকরি থেকে বরখাস্ত করার পর তিনি তাঁর নয় সহকর্মীকে অফিসের মধ্যেই তালাবন্দি করে রেখেছিলেন। এ ঘটনাটি ঘটে গত বছরের সেপ্টেম্বরে। গতকাল সোমবার লিম একজন সাবেক সহকর্মীকে অপমানজনক বার্তা পাঠানোর ও বন্দি করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। এ জন্য তাকে ২ হাজার ৯৮৩ ডলার জরিমানা করা হয়েছে। 

আদালতের বরাত দিয়ে সিএনএর প্রতিবেদনে বলা হয়, লিম ২০২২ সালের মে-তে একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে গাড়িচালক ও লজিস্টিক সহকারীর চাকরি পান। তাকে ৩০ আগস্ট ২০২২ সালে চাকরিচ্যুত করা হয়। পরদিন লিম একটি তালা কিনে সাবেক অফিসের গেটের বাইরে ঝুলিয়ে দেন। আদালত জানান, বরখাস্ত করায় বিরক্ত হয়ে সেদিন এ কাজ করেছিলেন লিম। 

আদালতের পক্ষ থেকে বলা হয়, লিমের এক সাবেক সহকর্মী অফিস থেকে বের হতে না পেরে বিষয়টি ভবনটির অন্য অংশে থাকা অপর সহকর্মীদের জানান। পরে তালাওয়ালা ডেকে এনে ওই নয় ব্যক্তিকে উদ্ধার করা হয়।  

অন্যায়ভাবে সহকর্মীদের আটকে রাখার অভিযোগে লিম তিন বছরের জেল, জরিমানা বা উভয় দণ্ডের মুখোমুখি হতে পারেন।