জামিনে বাড়ি ফিরে কর্মী-সমর্থকদের ভালোবাসায় সিক্ত ইমরান খান
জামিন পাওয়ার পর নিজ বাড়িতে ফিরে কর্মী-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন পাকিস্তানেরা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (১৩ মে) ভোররাত ৩টার দিকে লাহোরে পৌঁছায় তার গাড়িবহর। খবর রয়টার্সের।
এ সময় হাজার হাজার কর্মী-সমর্থকের ঢল নামে পিটিআই নেতার বাড়িতে। প্রিয় নেতাকে স্বাগত জানান তারা। ফুল ছুঁড়ে জানান অভিবাদন। আতশবাজি ফুটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ইমরানের সমর্থকরা।
আল কাদির ট্রাস্ট মামলায় মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ আদালতে হাজিরা দিতে গেলে আটক করা হয় ইমরান খানকে। শুক্রবার (১২ মে) দেয়া হয় জামিন।
তার আইনজীবী জানান, দু’সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেছে পাকিস্তানের আদালত। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দীর্ঘ সময় তাকে ইসলামাবাদ হাইকোর্ট থেকে বের হতে দেয়া হয়নি।
সমর্থকদের দাবি, ইচ্ছাকৃতভাবেই ইমরান খানকে রাজধানীতে আটকে রাখার চেষ্টা করেছে পুলিশ। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান।