বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

বেলা বাড়ার সাথে সাথে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) ভোর রাত থেকে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছিল।

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্র জানায়, বুধবার ভোর রাত থেকে কুয়াশার পরিমাণ বেড়ে যায়। যা দৃষ্টিসীমার ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে টোল প্লাজার কয়েকটি কাউন্টারে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে যানবাহনের চাপ বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা ১০টার পর থেকে যানচলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সেতুর কয়েকটি কাউন্টারে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। সকাল ৮টার পর স্বাভাবিকভাবে টোল আদায় শুরু হয়। পরে পরিবহন চলাচল শুরু হওয়ায় সাড়ে ১০টার পর যান চলাচল স্বাভাবিক হয়।