পৈত্রিক ভিটা গৌরনদীর বার্থী ঘুরে গেলেন কোলকাতা হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী
ভারতের কোলকাতা হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী বুধবার দুপুরে তার পৈত্রিক ভিটা বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রাম ও ঐতিহাসিক বাথর্ী তাঁরা মন্দির পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি (বিচারপতি) বলেন, আমার পূর্বপুরুষদের পৈত্রিক ভিটা ছিলো গৌরনদীর বার্থী গ্রাম। ছোটবেলায় দাদুদের কাছ থেকে বার্থী গ্রামের অনেক গল্প শুনে আসছি। ছোট থেকেই ইচ্ছে ছিলো একবার হলেও পূর্বপুরুষদের পৈত্রিক ভিটায় আসবো।
তাই স্ত্রী অনুরাধা রায় চৌধুরীকে নিয়ে পরিদর্শনে এসেছি। এখানকার মানুষদের আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছি। মন্দির পরিদর্শনকালে বিচারপতিকে ফুলে দিয়ে বরন করেন বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দির ট্রাষ্ট ও পূজা উযাপন কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দির ট্রাষ্টি বোর্ডের সদস্য ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকতা সন্তুনি ঘোষ, অমর রায়, শিশির কুমার কুন্ড, পূজা উদযাপন কমিটির সভাপতি পঞ্চানন্দ সরকার, সাধারন সম্পাদক স্বজল ঘোষ, সহ-সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা।