পিএসজির হয়ে রাতেই মাঠে নামবেন মেসি

পিএসজির হয়ে রাতেই মাঠে নামবেন মেসি

নিষেধাজ্ঞা ছিল দুই সপ্তাহের। তবে তার আগেই পিএসজির হয়ে মাঠে ফিরছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। লিগ ওয়ানে আজাকসিওর বিপক্ষে আর্জেন্টাইন জাদুকরের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে।

পিএসজির সঙ্গে লিওনেল মেসির আগামী জুন পর্যন্ত চুক্তি রয়েছে। এর মধ্যেই ক্লাবকে না জানিয়ে সৌদি আরবে চলে গিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। যে কারণে মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিল ফরাসি জায়ান্টরা। এরপর ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় ওই ঘটনার জন্য ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমাও চান মেসি। তবুও বিষয়টি নিয়ে বেশ ক্ষীপ্ত ছিলেন ক্লাবের কর্মকর্তারা। তবে শেষ পর্যন্ত নরম হয়েছে পিএসজি। মেসির ওপর থেকে দুই সপ্তাহের ওই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে।

এবার মাঠে ফেরার জন্য প্রস্তুত এলএমটেন। পিএসজির পরের ম্যাচ শনিবার (১৩ মে) লিগে আজাকসিওর বিপক্ষে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গালতিয়ে বলেছেন, খেলার জন্য উন্মুখ হয়ে আছেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি বলেন, তার মানসিক অবস্থা কেমন, তা বুঝতে মঙ্গলবার আমি তার সঙ্গে কথা বলেছি। মনে হয়েছে, মাঠে নামার জন্য সে উন্মুখ হয়ে আছে। আগামীকাল সে শুরু থেকে খেলবে।

মেসিকে ছাড়া গত রোববার তোয়ার বিপক্ষে ৩-১ গোলে জেতে পিএসজি। ৩৪ ম্যাচে ২৫ জয় ও ৩ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গালতিয়ের দল। 

এক ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে লঁস আছে দুইয়ে।