পিএসজির নতুন কোচ হলেন লুইস এনরিকে
দুই বছরের চুক্তিতে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন লুইস এনরিকে।
গত ডিসেম্বরে স্পেন জাতীয় দল থেকে ছাঁটাইয়ের পর চাকরিবিহীন ছিলেন বার্সেলোনার সাবেক এই কোচ। ফরাসি জায়ান্টদের কোচ ক্রিস্টোফার গালতিয়ের বিদায় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবার পর তার স্থলাভিষিক্ত হলেন ৫৩ বছর বয়সী এনরিকে।
এক বিবৃতিতে এনরিকে জানিয়েছেন, নতুন অভিজ্ঞতা উপভোগের লক্ষ্যে প্যারিসে যোগ দিতে পেরে আমি দারুণ খুশি। নতুন মানুষদের সঙ্গে পরিচিত হওয়াটা সত্যিই বেশ আনন্দের। বিশেষ করে নতুন একটি শহরে, নতুন একটি ভাষার সঙ্গে পরিচয় হওয়াটা এবং সব মিলয়ে পিএসজির মতো একটি দলকে পরিচালনা করা সত্যিকার অর্থেই বিশেষ কিছু।
২০১১ সালে কাতারি মালিকের অধীনে পিএসজি যাবার পর থেকে এ নিয়ে অষ্টম কোচ হিসেবে নিয়োগ পেলেন এনরিকে। অতীতের সব কোচের মতই এনরিকের কাছে পিএসজি মালিকের প্রথম এবং প্রধান লক্ষ্যই থাকবে চ্যাম্পিয়নস লিগের শিরোপা। ইউরোপের সর্বোচ্চ এই ক্লাব শিরোপা কখনই জিততে পারেনি পিএসজি।
২০২০ আসরে ফাইনালে শিরোপার খুব কাছে গিয়েও বায়ার্ন মিউনিখের কাছে হারতে হয়েছিল তাদের। গত ৭ মৌসুমের পাঁচটিতেই শেষ ষোলো থেকে পিএসজিকে বিদায় নিতে হয়েছে। গত আসরে বায়ার্ন মিউনিখের কাছে শেষ ষোলোতে পরাজিত হয়ে আবারও হতাশ হতে হয় ফরাসি জায়ান্টদের। এই পরাজয়ের পরপরই গালতিয়ের ভবিষ্যৎ শঙ্কার মুখে পড়েছিল।
২০১৫ সালে এনরিকের অধীনে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজকে নিয়ে সাজানো আক্রমণভাগ নিয়ে দুর্দান্ত দল হিসেবে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় করেছিল। এখন এনরিকে এমন একটি দলের দায়িত্ব নিলেন যেখান থেকে সম্প্রতি বিদায় নিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। দুই বছর মেসি পিএসজিতে কাটিয়ে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন।
তবে এনরিকের আগমন নেইমারের জন্য সুসময় বয়ে আনতে পারে। ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ডেরও পার্ক ডি প্রিন্সেস ছেড়ে অন্যত্র পাড়ি জমানোর গুঞ্জন রয়েছে। ক্যাম্প ন্যুতে এনরিকের অধীনে এই ব্রাজিলিয়ান অসাধারণ তিনটি বছর কাটিয়েছেন। ওই সময় বার্সা দুটি লা লিগা, তিনটি কোপা ডেল রে ও একটি করে উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় করেছে।