পটুয়াখালী পবিত্র ঈদ- ই- মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।

পটুয়াখালী পবিত্র ঈদ- ই- মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।

 

মোঃআরিফুজ্জামান খান রিয়াদ, সিনিয়র স্টাফ  রিপোর্টার।

মহান আল্লাহর হাবিব আখেরি নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম এবং ওফাতের দিনটি ফিরে এল।আজ ১২ রবিউল আউয়াল। হিজরি সালের তৃতীয় মাস রবিউল আউয়ালের ১২ তারিখে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে বিশ্বনবী জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আবদুল্লাহ ।খ্রিষ্টীয় বর্ষপঞ্জিতে তাঁর জন্মবছর ছিল ৫৭০ সাল। একই তারিখে ৬৩২ খ্রিষ্টাব্দে তিনি ইন্তেকাল করেন।

জন্মের আগেই রাসুল (সাঃ) তাঁর বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন।আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই আইয়ামে জাহেলিয়ার সময় মহান আল্লাহ সত্য, ন্যায়, কল্যাণ ও একত্ববাদ প্রতিষ্ঠায় তাঁর প্রিয় হাবিবকে অপার রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এ কারণে রাসুল (সাঃ)-কে সম্মান জানিয়ে রাহমাতুল্লিল আলামিন হিসেবেও সম্বোধন করেছেন মহান আল্লাহ।

বিনয়, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতাসহ সব মানবিক সদগুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল তাঁর মধ্যে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হিসেবে তিনি ধর্ম- বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সর্বকালে সর্বজনস্বীকৃত । ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতার জন্য শৈশবেই তিনি ‘আল আমিন’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। সব নবী ও রাসুলের মধ্যে শ্রেষ্ঠ মহানবী (সাঃ) ৪০ বছর বয়সে নবুয়ত পান।  এরপর ২৩ বছর তিনি তৌহিদের বাণী প্রচার করেছেন। আধ্যাত্মিকতার পাশাপাশি ব্যক্তিজীবনে এবং সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন।

ধর্মপ্রাণ মুসলমানরা বেশি বেশি দরুদ পাঠ, কোরআন তিলাওয়াত, দান-খয়রাতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন।বিশ্বজগতের রহমত হিসেবে মহান আল্লাহ তাআলা রাসুল হজরত মুহাম্মদ (সাঃ)–কে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এ কারণে তাঁকে ‘রহমাতুল্লিল আলামিন’ বলা হয়। 

সারা পৃথিবীর মুসলিমদের কাছে দিনটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মুসলিম উম্মাহ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে উদ্‌যাপন করে থাকেন।

পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম, উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মাজেদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম, সহকারী পরিচালক মাওলানা মোঃ আব্দুল হালিম।

এছাড়া ও পটুয়াখালীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ওয়ায়েজিয়া কামিল মাদরাসা'র উদ্যোগে বিশাল মুবারক র‍্যালির আয়োজন করা হয়।