নয় হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

নয় হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

বরগুনার আমতলীতে নয় হাজার টাকায় বিক্রি হয়েছে একটি ইলিশ। ইলিশটির ওজন সোয়া দুই কেজি।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে বরগুনার আমতলী মাছ বাজারে ইলিশটি বিক্রি হয়। জাহিদ নামের এক জেলে পায়রা নদী থেকে এই ইলিশ মাছটি ধরেন।

চলতি মৌসুমে জেলায় ধরা পড়া সবচেয়ে বড় ইলিশ এটিই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

জাহিদ জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে তিনি পায়রা নদীতে জাল ফেলেন। পরে বিকেলে জাল তুলতে গিয়ে ইলিশটি পান। আমতলী উপজেলার তালুকদার মৎস্য আড়তে মাছটি বিক্রি করতে নিয়ে যান তিনি। এসময় একজন মাছ বিক্রেতা ইলিশটি নিলামের মাধ্যমে ৮ হাজার টাকায় কিনে একজন ক্রেতার কাছে ৯ হাজার টাকায় বিক্রি করেন।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মাছ ধরা নিষিদ্ধকালীন সময় বাস্তবায়নের পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করে দেয়ায় নির্বিঘ্নে ইলিশ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। তাই ইলিশের উৎপাদন বাড়ার পাশাপাশি বেড়েছে আকৃতি। আমরা চেষ্টা করছি জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার। এতে মাছ ধরার উপর চাপ কমবে। ফলে মাছের উৎপাদন এবং আকৃতি আরও বৃদ্ধি পাবে। এতে ভবিষ্যতে এমন বড় ইলিশ হরহামেশাই পাওয়া যাবে।