মাক্রোঁকে দিল্লি থেকে ঢাকায় নিয়ে আসতে পারেন প্রধানমন্ত্রী

মাক্রোঁকে দিল্লি থেকে ঢাকায় নিয়ে আসতে পারেন প্রধানমন্ত্রী

দিল্লি থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁকে ঢাকায় নিয়ে আসতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে বসতে যচ্ছে জি-২০ সম্মেলন। শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর এই শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও শীর্ষ কূটনীতিকরা অংশ নেবেন বলে জানা গেছে। সম্মেলনে অতিথি হিসেবে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পশ্চিমা দেশগুলোর মধ্যে অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্স। জি-২০ সম্মেলন শেষে ফ্রান্সের প্রেসিডেন্সট এমানুয়েল মাক্রোঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ ঘন্টার ঝটিকা সফরে ঢাকায় নিতে আসতে পারেন বলে জানা গেছে। এটি হবে তার জন্য একটি বড় চ্যালেঞ্জ।

৬ ঘন্টার এই ঝটিকা সফরে তিনি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বৈঠক করে ফিরে যাবেন। দুই দেশের কূটনীতিক মহল এ ব্যাপারে সবকিছু চূড়ান্ত করছে।

উল্লেখ্য যে, ফ্রান্স বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং রপ্তানির গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল। যদি শেষ পর্যন্ত মাক্রোঁ এ সফর করেন তাহলে সেটি হবে নির্বাচনের আগে শেখ হাসিনা সরকারের বড় কূটনীতিক চমক।