ইসরায়েলে বিচার বিভাগীয় সংস্কার ঠেকাতে আন্তর্জাতিক এয়ারপোর্ট ঘেরাও

ইসরায়েলে বিচার বিভাগীয় সংস্কার ঠেকাতে আন্তর্জাতিক এয়ারপোর্ট ঘেরাও

বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার ঠেকাতে এবার তেল আবিবের আন্তর্জাতিক এয়ারপোর্ট ঘেরাও করলেন ইসরায়েলিরা। মঙ্গলবার (১১ জুলাই) ধরপাকড়ের শিকার হন কমপক্ষে ৭০ বিক্ষোভকারী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবর বলা হয়, বিচার বিভাগীয় সংস্কার বিলের ওপর ৩টি ভোটাভুটি রেখেছিল সরকার। যার প্রথমটি পাস হয় মঙ্গলবার। তাতেই নতুনভাবে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানীর ‘বেন গুরিয়ন’ বিমানবন্দরের রাস্তায় অবস্থান নেন ক্ষুব্ধ মানুষজন। একইসাথে শহরের যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘেরাও করেন তারা। জেরুজালেমের পশ্চিমাঞ্চলেও বিক্ষোভ-প্রতিবাদে নামেন হাজারও ইসরায়েলি।

ইসরায়েলিদের অভিযোগ, এর মাধ্যমে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে। সুপ্রিম কোর্টের হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে পার্লামেন্টের কাছে। নিয়োগ-বরখাস্ত বা নতুনভাবে বিল পাসের ব্যাপারে বিচার বিভাগের ভূমিকা কমবে বলেও অভিযোগ করেন তারা।

উল্লেখ্য, ক্ষমতায় এসেই বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কারের এই প্রস্তাব দেয় নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকার।