অবসরের সময় জানালেন ডি মারিয়া

অবসরের সময় জানালেন ডি মারিয়া

দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতার বিশ্বকাপ ঘরে তুলে আর্জেন্টিনা। একই সঙ্গে পূর্ণতা পায় লিওনেল মেসির ক্যারিয়ার। আর আর্জেন্টাইনদের এই স্বপ্নযাত্রায় মেসির সঙ্গে অন্যতম নায়ক হিসেবে ছিলেন আনহেল ডি মারিয়া। তবে আলবিসেলেস্তেদের চূড়ান্ত অর্জনের এই সারথিকে আর বেশি দিন দেখা যাবে না জাতীয় দলের জার্সিতে।

কাতার বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নেয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু কাতার বিশ্বকাপ জয়ের পরই পরিবর্তন হয় সিদ্ধান্তের। জানিয়েছিলেন আরও কিছুদিন খেলতে চান তিন তারকা খচিত জার্সিতে। তবে এবার জানিয়ে দিলেন অবসরের সময়। ২০২৪ কোপার পরেই বুট জোড়া তুলে রাখবেন তিনি। বিষয়টি জানিয়েছে ইএসপিএন আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ফুটবলের অন্যতম সেরা একজন খেলোয়াড় ডি মারিয়া। মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে পরিচিত থাকলেও মাঠের প্রায় সব জায়গায় দেখা যায় তাকে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) সাবেক এই তারকা বর্তমানে পর্তুগালের ক্লাব বেনফিকার হয়ে খেলছেন।

২০০৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ডি মারিয়ার। এরপর আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১৩৩ ম্যাচ। গোল করেছেন ২৯টি। করিয়েছেন ২৭টি। এর মধ্যে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার ম্যাচে গোলের রেকর্ড রয়েছে তার। এছাড়াও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অতিমানবীয় পারফর্মেন্সে দর্শকদের মন জয় করেছেন তিনি। এসব কারণেই ভক্ত-সমর্থকরা তাকে মনে রাখবে যুগ যুগ ধরে।