ডেঙ্গুতে মারা গেলেন আরেক চিকিৎসক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আলমিনা দেওয়ান মিশু নামের এক চিকিৎসক। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) তার মৃত্যু হয় বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক শোক বার্তায় জানানো হয়েছে।
বিসিএস ৩৯ ব্যাচের কর্মকর্তা আনলিমা দেওয়ান শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) গাইনি অ্যান্ড অবস বিভাগে পড়াশোনা করছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের শোকবার্তায় ডা. মিশুর আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
এর আগে গত ২২ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আরিফুর রহমান। তিনিও ৩৯ বিসিএস কর্মকর্তা ছিলেন।
চলবি বছর ভয়াবহ রূপ ধারণ করে সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এ বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২৭ জনের। এর আগে এক বছরে এতো মৃত্যু আর হয়নি।