ডিসেম্বরে রপ্তানি আয়ে রেকর্ড
ডিসেম্বর মাসে রপ্তানি আয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ; যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেশি। তবে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা থেকে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ।
সোমবার (২ জানুয়ারি) প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্যমতে, ২০২২ সালের ডিসেম্বরে রপ্তানি আয় হয়েছে ৫৩৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলার; যা এক মাসের সর্বোচ্চ রপ্তানি আয়। এর আগে ২০২১ সালের একই সময়ে ৪৯০ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার রপ্তানি আয় করেছিল বাংলাদেশ।
এর আগে নভেম্বরে প্রথমবারের মতো এক মাসের রপ্তানি আয় ৫০০ কোটির ঘর ছাড়িয়েছিল।
২০২২ সালের ডিসেম্বরে ৫৪২ কোটি ১০ লাখ ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। সে হিসাবে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় ১ দশমিক শূন্য ৩ শতাংশ কম।
ইপিবির তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মোট ২ হাজার ৭৩১ কোটি ১২ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এটি আগের অর্থবছরের একই সময়ে চেয়ে ১০ দশমিক ৫৮ শতাংশ বেশি।
এ ছাড়া রপ্তানি আয়ের বড় উৎস তৈরি পোশাক খাতে অর্থবছরের প্রথম ছয় মাসে ১৫ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। খাতটি গত জুলাই থেকে ডিসেম্বর মাসে পণ্য রপ্তানি করেছে ২ হাজার ২৯৯ কোটি ৬৬ লাখ ডলার।