গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা; ১৯ লাখ টাকা জরিমানা

গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা; ১৯ লাখ টাকা জরিমানা

কাঠ পোড়ানো ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় টাঙ্গাইলের ঘাটাইলে ছয়টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement: 4:45

Unibots.in

সোমবার (২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা। এ সময় নষ্ট করা হয়েছে ৫০ হাজার কাঁচা ইট।

উপজেলার চানতারা এলাকার লিটন ব্রিকস ও মদিনা ব্রিকসকে পাঁচ লাখ করে ১০ লাখ টাকা, ধোপাজানি এলাকার স্বদেশ ব্রিকস, কালিয়াগ্রাম এলাকার সততা ব্রিকস ও হরিপুর এলাকার মডার্ন ব্রিকসকে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ এবং আন্দিপুর এলাকার কে আর ব্রিকস গুঁড়িয়ে দেওয়াসহ তিন লাখ টাকা জরিমানা করা হয়।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমীর উদ্দিন বলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসার নেতৃত্বে উপজেলার ছয়টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নষ্ট করা হয়েছে ৫০ হাজার কাঁচা ইট।

জমীর উদ্দিন আরও বলেন, ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৯ মেনে ভাটা পরিচালনার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ঘাটাইল উপজেলায় ৪৪টি অবৈধ ইটভাটা রয়েছে। এর মধ্যে ছয়টিতে অভিযান পরিচালনা করা হয়েছে।